Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবির বাস থামিয়ে সার্জেন্টের চাঁদা দাবি, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৯:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মশিউর নামে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার(১৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে টঙ্গি স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, জবি শিক্ষার্থী পরিবহনকারী উল্কা-২ বাসটি টঙ্গী স্টেশন রোডে ইউটার্ন নেয়ার সময় সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মুহশিউর চাঁদা দাবি করেন। এ সময় গাড়ির ড্রাইভার ঐ সার্জেন্টকে জবির গাড়ি বলে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে। এরপরেও ঐ পুলিশ সার্জেন্ট চাঁদা ছাড়া ছেড়ে না দিতে চাইলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীদর সাথে। এ সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন সার্জেন্ট মশিউর।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পুলিশ ভিডিও করে শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই সার্জেন্ট।

উল্কা-২ বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থীর কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘একজন পুলিশ সার্জেন্ট বিশ্ববিদ্যালয়ের বাসে চাঁদা দাবি করে। বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশের মানবতা কতটা নিচে নিমে গেছে কল্পনা করা যায় না।’

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, এর আগে গত ৮ জুন চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিক ও গাড়িচালককে পিটিয়ে আলোচিত হয়েছিলেন সার্জেন্ট মশিউর। সেই সময় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল।

Bootstrap Image Preview