Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধুখালীতে ৭০৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক    

আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


ফরিদপুরের মধুখালী থেকে ৭০৬ বোতল ফেনসিডিলসহ বিল্লাল হোসেন (৩৯) ও সোহরাব হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ রবিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিল্লাল যশোর জেলার মনিরামপুর থানার জয়পুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে ও সোহরাব একই থানার জলকারইতা গ্রামের সোবান হোসেনের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, বরিশালের একটি আভিযানিক দল ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের যৌথ নেতৃত্বে ভোর আনুমানিক সাড়ে ৫টায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন ও মোঃ সোহরাব হোসেনকে ৭০৬ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করে। বিপুল পরিমান ফেনসিডিল সমূহ একটি মাছের ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে। এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। 

ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, ধৃত আসামিগণ পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেনসিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃতদেরকে ফেনসিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


 

Bootstrap Image Preview