Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমড়ার বাম্পার ফলন, দামে হতাশ চাষীরা

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM

bdmorning Image Preview


আমড়ার বাম্পার ফলন দামে হতাশ চাষি

ঝালকাঠি জেলায় আমড়া ফলনের ভরা মৌসুম। এবছর আমড়ার ফলন ভাল হলেও দাম কম। এই নিয়ে হতাশ শত শত আমড়া চাষীরা। গত বছর এ মৌসুমে আমরা মণপ্রতি (৪০ কেজি) ১৫-১৮'শ টাকায় বিক্রি হলেও এ বছর মণপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা দামে চাষীদের আমড়া বিক্রি করতে হচ্ছে।

আমড়া চাষকে কেন্দ্র করে এই মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় কয়েকশ গড়ে উঠেছে আড়ত। এখান থেকেই আমড়ার চালন যাচ্ছে ঢাকা-ফেনি-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। তবে এসব আড়তের ব্যবসায়ীরা দাবি করেছে- ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে এ বছর আমড়ার চাহিদা কম এবং তারা সর্বোচ্চ ১২-১৩শ টাকা মণ দরে আমড়ার দাম দিচ্ছে। এর ফলে স্থানীয় আড়ৎগুলোর ব্যবসায়ীরাও লাখ লাখ টাকা লোকসানের মধ্যে পড়তে হচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার আটঘর এলাকার আ: রহিম মল্লিক জনান, সে ১০ বিঘা জমিতে আমড়ার বাগান করেছে এ বছর আমরার ফলন ভাল হলেও দাম না পাওয়ায় লোকসানের মুখে পরতে হয়েছে।

আটঘর আমড়ার বড় আড়ৎদার সাইদুল ইসলাম জানান, তারা এবছর আমার ব্যবসা করে লোকসানের মধ্যে রয়েছে। ঢাকা-চট্টগ্রামের মোকামে চাহিদা কম। স্থানীয় পর্যায় কৃষকদের কাছ থেকে ১০০০ টাকা মণ দরে আমড়া কিনে ঢাকা-চট্টগ্রামের আড়তগুলোতে পাঠিয়ে ১২-১৩'শ টাকা মণ দরে দাম পাওয়া যাচ্ছে কিন্তু পাঠানো খরচ, ট্রাক ভাড়া দিয়ে তারা লোকসানের মুখে। 

এ ব্যাপারে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ আবু বকর সিদ্দিক আমড়া চাষে ঝালকাঠির কৃষকদের সাফল্যে ও ব্যাপক সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এ বছর জেলায় ৫০০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ করেনি কৃষি বিভাগ। তবে কৃষি বিভাগের হিসেব অনুযায়ী এ মৌসুমে আমড়া গাছ প্রতি গড়ে তিন হাজার টাকার আমড়া বিক্রি হচ্ছে।

Bootstrap Image Preview