Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে গৃহবধূকে খুনের অভিযোগ, স্বামী আটক

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহবধূ রোজিনা আক্তারের স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) রাতে সদর উপজেলার চাচৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আবু হানিফ জানান, যৌতুকের জন্য দুই সন্তানের মা রোজিনাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় রোজিনাকে খুন করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বরিশালের দিকে পালিয়ে যাওয়ার সময় শনিবার রাত ১২টার দিকে নলছিটি উপজেলার ষাট পাকিয়া এলাকা থেকে রোজিনা আক্তারের স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করা হয়। এরপর টহল পুলিশের সহয়তায় মরদেহ ঝালকাঠি সদর হাসাতালে আনা হয়।

গৃহবধূর মামা আনোয়ার জাহিদ বলেন, বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে রোজিনার উপর অত্যাচার চালাত তার স্বামী। ২০১৩ সালে তার ভাগ্নিকে মেরে ফেলার জন্য তার শরীরে আগুনও দেওয়া হয়। কালরাতে রোজিনাকে মেরে ফেলা হয়েছে এমন খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের মাধ্যমে পুলিশে খবর দিয়ে আবুল বাশারকে আটক করা হয়।

তারা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের স্বামী আটক আবুল বাশার ফরাজীকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview