Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় ‘গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি’ সভা

পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:২৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হানুল আলম এর সভাপতিত্বে সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কমিউনিটি  মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত  সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের পত্নীতলা উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ সেলিম উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশে ২৭টি জেলায় ১২৮ টি উপজেলায় ১০৮০ টি ইউনিয়নে সরকার গ্রাম আদালত সক্রিয়করণের (২য় পর্যায়) কাজ হাতে নিয়েছেন। রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জে এই প্রকল্প চলমান রয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব কাজী শাহাব উদ্দীন, গ্রাম আদালত সহকারী মোঃ আকবর আলী, ইউপি সদস্য মোছাঃ আছমা বেগম, মোছাঃ সান্তনা বেগম, মোঃ ছালাহ উদ্দীন (ছালাম) প্রমুখ।

এছাড়া পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, নারী নেত্রী, ব্যবসায়ী, ডাক্তার, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর নারী-পুরুষ নিয়ে গ্রাম আদালত বিষয়ক এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি মতবিনিময় সভায় গ্রাম আদালতের অধ্যাদেশ, আইন, এখতিয়ার, ক্ষমতা, আবেদন দাখিলের সময়, ফিস, সমন জারী, সদস্য উপস্থির অনুরোধ পত্র, আদালতের গঠণ, বিচার প্রক্রিয়া, ক্ষতিপূরণ আদায় ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

Bootstrap Image Preview