Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে শিক্ষিকার পিটুনিতে স্কুল ছাত্র আহত

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে ছাত্র পেটানোর ঘটনায় এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে মহাদেবপুর থানায় এ অভিযোগ দেওয়া হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপজেলার চাঁন্দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেবি বেগমের লাঠি পেটায় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র একলাস আলী(১০) গুরুতর আহত হয়েছে। আহত স্কুল ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিন ক্লাসে লেখাপড়ায় মনযোগী না থাকায় শিক্ষিকা বেবি বেগম ক্ষিপ্ত হয়ে হাতে বেতের লাঠি নিয়ে স্কুল ছাত্র একলাসকে ধাওয়া করে। এসময় ওই ছাত্র আত্মরক্ষার্থে দৌড়ে গিয়ে বিদ্যালয় সংলগ্ন তাদের বাড়িতে আশ্রয় নেয়। পিছনে ধাওয়া করে ওই শিক্ষিকাও এ বাড়িতে ঢুকে একলাসকে বেধরক লাঠি পেটা করে।

এ ঘটনায় একলাসের পিতা দুলাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্র পেটানোর বিষয়টি তার বাড়িতে ঘটে। তাই এ ব্যাপারে তার কিছু করার নেই।

অভিযোগের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেছেন, তদন্তে প্রমাণ হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Bootstrap Image Preview