Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আল আমিন মিয়াকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় । 

শনিবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ সাঁড়াশি অভিযান চালায়। আটক আল আমিন মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার পুত্র।

পুলিশ  সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল বাহার, এসআই আব্দুল করিম ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট (ইটাখোলা) এলাকায় অভিযান চালায়। এ সময় দ্বীপ শিখা অটো ইঞ্জিনিয়ারিং এর পাশে যাওয়া মাত্র ৪-৫ জন যুবক দৌড়ে পালিয়ে গেলেও আল আমিনকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় আল আমিনকে জিজ্ঞেসাবাদে সে অমৃত নামে তার আরেক সহযোগির ঘরে থাকা ৫টি চোরাই মোটরসাইকেলর তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অমৃতের ঘরে তল্লাশি চালিয়ে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আল আমিন জানায় এগুলো হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি করে এনে বিক্রির জন্য এখানে রেখেছে। পালিয়ে যাওয়া যুবকরা তার সহযোগি বলেও জানায় আল আমিন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি আন্তঃজেলা গাড়ির চোরের সক্রিয় সদস্য। সারা দেশেই এই চোর চক্রের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। গত এক মাসে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল চুরি হয়েছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল বাহার বাদী হয়ে আটককৃত আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার কাছে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে কিনা একই সাথে তাদের নেপথ্যে কোন গডফাদার জড়িত রয়েছে সে বিষয়ে বিজ্ঞ আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
 

Bootstrap Image Preview