Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারা দিনের টুকরো খেলার খবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:০৯ PM

bdmorning Image Preview


নারী ক্রিকেটে ওয়ানডে র‍্যাংকিং থাকলেও ছিলনা টি-২০ ভার্সনে। অবশেষে নারী টি-২০ র‍্যাংকিং প্রথা চালু করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম।

গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ছাড়পত্র পেয়েছে সাকিব আল হাসান।সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল দুপুর ১২টায় তার ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে পেনাল্টি শূটআউটে তাজিকিস্তানকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত শিরোপা নিজেদের করে নিয়েছে ফিলিস্তিন।

আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার ম্যাচে চোট পেয়েছেন মোহম্মদ সালাহ।তবে তাঁর চোট গুরুতর নয় বলে জানিয়েছে দলের সহকারী কোচ।

শুক্রবার রাতে রিয়াদে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সৌদি আরবকে ২-০ হারাল ব্রাজিল। দলের হয়ে গোল করলেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স সান্দ্রো।

ভাল পারফম্যান্সের জন্য  ৩০ বছর বয়সে প্রথমবারের মত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ফজলে রাব্বী।জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

জিম্বাবুয়ে বিপক্ষে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের ১৫ সদ্যের স্কোয়াড  থেকে খারাপ পারফম্যান্সের  জন্য  বাদ পড়েছেন মমিনুল  হক ও মোসাদ্দেক হোসেন সৈকত। জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এশিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতের বিরাট কোহলি। পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে এ রেকর্ড গড়েন তিনি।

ইংল্যান্ডের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে বছরে ১ হাজার রান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো।

 ফরাসী ফুটবলে লীগ ওয়ানের দল মোনাকোর কোচ হলে আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি।

Bootstrap Image Preview