Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৪৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আবদুল জলিল বেপারী।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বড় ছেলে মিলন বেপারীর হাজী ইসমাইল তালুকদার সড়কের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিকে জনপ্রিয় এ সাবেক চেয়ারম্যানকে শেষ বারের মত এক নজর দেখতে ভীড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।

শনিবার জোহর নামাজ বাদ কলাপাড়া বড় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে এতিমখানা গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক সমপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের মসংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার (এমপি), কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন বেপারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী এসএম রাকিবুল আহসান, পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ নুরবাহাদুর তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তিনি ১৯৮১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা তিনবার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়্যাররমান নির্বাচিত হন। এসময় তিনি অত্যন্ত সুনামের সাথে পরিষদ পরিচালনা করেছেন। জনপ্রিয় এ চেয়াম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলাপাড়া উপজেলায়।

Bootstrap Image Preview