Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM

bdmorning Image Preview


আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকালে সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মইনুল হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.নজরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় সারা পৃথিবীর কাছে  রোল মডেল।

অপরদিকে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে রেডক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি), বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ, এডিডি ইন্টারন্যাশনাল, ফুড ফর হাঙ্গরি (এফএইচ), ওয়ার্ল্ড কনসার্ণ ও কারিতাস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

Bootstrap Image Preview