Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


নেপালের হিমালয় পর্বতে তুষারঝড়ে ৮ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন। পশ্চিম নেপালের হিমালয় পর্বতের গুজরা পর্বতের একটি ক্যাম্প তুষারঝড়ের কবলে পড়লে এ ঘটনা ঘটে।

নেপাল পুলিশ জানায়, ঝড়ের কবলে পড়া গুজরা পর্বতের ওই ক্যাম্পে ৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিল এবং ৪ জন নেপালের স্থানীয় গাইড ছিল। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই ক্যাম্পের ধ্বংসাবশেষে ৮ জনের মরদেহ দেখতে পাওয়ার কথা নিশ্চিত করেলেও বাকি একজনের বিষয়ে কোন কিছু নিশ্চিত করতে পারেনি । দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় হেলিকপ্টারটি সেখানে নামতে পারেনি বলে জানায় নেপাল পুলিশ।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী কিম চেং হো ছিলেন যিনি খুব দ্রুত অক্সিজেনের সাহায্য ছাড়াই বিশ্বের ১৪ টি পর্বত জয় করেছেন।

নেপাল পুলিশের মুখপাত্র সাইলেশ থাপা বার্তাসংস্থা এএফপিকে বলেন, তুষারঝড়ের সময় গাছ ভেঙ্গে ওই তাবুর ওপরে পড়ায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। সেখানে মৃতদেহ গুলোও ছড়ানো ছিটানো ছিল। নেপালের পর্বত অভিযান সংস্থা ওই দলটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন হবার পরপরই সতর্ক এলার্ট জারি করে।

প্রসঙ্গত, ৯ জনের ওই দলটি গত ৭ অক্টোবর হিমালয় জয় করার জন্য তাদের যাত্রা শুরু করেন।

Bootstrap Image Preview