Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবী বোধনের অপেক্ষায় ঈশ্বরদীর ২৫টি দুর্গা মন্দির

গোপাল অধিকারী , ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


আগামী ১৫ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে ঈশ্বরদীর সাতটি ইউনিয়নে ২৫টি পূজা মন্দিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

রংতুলির আঁচড়ে সেজেছেন দেবী দুর্গা। অন্যদিকে পূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের ঘরে ঘরে সম্পন্ন হয়েছে নানা আয়োজন। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে নানা প্রস্তুতি।

উপজেলা হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী সাংবাদিক গোপাল অধিকারী বলেন, ‘ঈশ্বরদীর ২৫টি পূজা মন্দিরে শারদীয় উৎসবের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগীতায় উৎসবটি সকলের কাছে সার্বজনীন উৎসবে পরিণত হবে বলে আশা করছি।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী জানান, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এরই মধ্যে কয়েক দফা বৈঠক করা হয়েছে। আশা রাখছি প্রতি বছরের ন্যায় এই বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গোৎসব সম্পন্ন করব।’

Bootstrap Image Preview