Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি কাজে বাঁধা, বালিয়াডাঙ্গীতে যুবক আটক

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview


সরকারি কাজে বাঁধা দেয়ার কারণে এক যুবককে আটক করে বালিয়াডাঙ্গী থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭ টার সময় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বুরাবার এলাকা হতে তাকে আটক করে বিজিবি। 
আটককৃত যুবক গিয়াস উদ্দীন (৩০) উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বুরাবার এলাকার সাহাবর আলীর ছেলে। 

বিজিবির চোচপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার এইচএম ওয়াজেদ আলী বলেন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে অস্ত্র দেখিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে তাকে আটক করে থানায় তুলে দিয়েছি।   

তবে বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিজিবি'র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিজিবি'র সদস্যরা অকারণে তার বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালালে সে বাঁধা দেয়। সাধারণ মানুষকে হয়রানী করা বিজিবি'র অভ্যাসে পরিণত হয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে বিজিবি ৫ জনকে এমন ভাবে ধরে থানায় দিয়েছে। 

তিনি আরও বলেন, সরকারি কাজে বাঁধা দিয়েছে বলে বিজিবি তাদের ধরে নিয়ে থানায় এসেছে। কিন্তু থানায় এসে দেখা গেছে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করছিল এমন মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। 

চেয়ারম্যানের এমন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিজিবির চোচপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার এইচএম ওয়াজেদ আলী সাংবাদিকদের সাথে বেশি কথা বলবেন না জানিয়ে দেন। 

বালিয়াডাঙ্গী থানার ওসি বলেন, আসামিকে থানায় জমা দিয়ে যায় বিজিবি। আমরা সেই মামলার কাগজপত্রসহ জেল হাজতে প্রেরণ করি।
 

Bootstrap Image Preview