Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫০ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫০ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে একটি শুটারগান, ৩ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নৈদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নাটোর ক্যাম্পের একটি দল। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা নৈদিঘী গ্রামের মৃত সাদিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪৬), এবং একই উপজেলার ধর্মপুর গ্রামের শোকমান আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি (ভারপ্রাপ্ত) স্বজল কুমার সরকার জানান, গোপন সূত্রে জানা যায় অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ি নৈদিঘী গ্রামে । সেখানে আব্দুল জলিল অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় আলমগীর হোসেন ও আব্দুল জলিলকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আব্দুল জলিল পুলিশের তালিকাভুক্ত সর্বহারা দলের শীর্ষ ক্যাডার। এছাড়া সর্বহারার সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি তিনি।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview