Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কণ্ঠশীলনের ত্রিনবতিতম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের ত্রিনবতিতম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রাজধানী ঢাকার ২২২ কাঁটাবনের নিজস্ব কার্যালয়ে সকাল ৮টায় নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত, সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক রউস উল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহমদুল হাসান হাসনু প্রমুখ।

৪ মাসব্যাপী এই আবর্তনে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা ও নরোত্তম হালদার।

নবীনবরণ একনবতিতম আবর্তনের প্রয়োগের শিক্ষার্থীরা মোস্তফা কামালের প্রযোজনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি গল্পটি পরিবেশন করেন।
কণ্ঠশীলন বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, আবৃত্তি, মঞ্চনাটক, নিয়মিত আবৃত্তির আসরসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে।

Bootstrap Image Preview