Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে ১৩ পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview


আগামী সোমবার (১৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার ৬দিন বাকি থাকায় অন্যান্য জায়গার ন্যায় সিলেটের বিশ্বনাথেও মন্ডপগুলোতে শেষ প্রস্তুতির কাজ সেরে নিচ্ছেন সকলেই।

এবার ২৪টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে সার্বজনীন ২২টি মন্ডপ ও ব্যক্তিগত ২টি মন্ডপ রয়েছে। মন্ডপগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৪টি আর ঝুঁকিপূর্ণ ৯টি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালীন সার্বক্ষনিক মাঠে থাকবে মোবাইল টিম।

ইতিমধ্যে পুলিশ প্রশাসন উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভাও করেছে। 

পুলিশ প্রশাসনের তালিকা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপগুলো হল- উপজেলার দূর্গাবাড়ী দিঘলী মন্ডপ, বৃন্দাবন জিউর আশ্রম বৈরাগী বাজার মন্ডপ, বিশ্বনাথ সদর পুরান বাজার মন্ডপ, কালিবাড়ী কালিগঞ্জ মন্ডপ। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলো হল, একতা যুব সংঘ মন্ডপ দিঘলী, বহুমুখী দিঘলী উত্তরপাড় মন্ডপ, সূর্যোদয় সনাতন সংঘ মদনপুর-নোয়ারাই মন্ডপ, চন্দ্রগ্রাম মন্ডপ, সনাতন সংঘ চন্দ্রগ্রাম মন্ডপ, রায়পুর মন্ডপ, চরচন্ডি মন্ডপ, কালিজুরী বাগিছা বাজার মন্ডপ, রামাইচক-রামপুর মন্ডপ।

থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

Bootstrap Image Preview