Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকাতি এড়াতে ফেঞ্চুগঞ্জে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে শুক্রবার (১২ অক্টোবর) সকাল থেকেই ফেঞ্চুগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। । বৃষ্টিভেজা দিনে কার না মন চায় আয়েশ করতে। কিন্তু এই আরাম আয়েশ উপেক্ষা করে বৃষ্টিভেজা সকালে ডাকাতি এড়াতে স্থানীয় লোকজন নিয়ে ঝোপজঙ্গল পরিস্কারের অভিযানে চালিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানাপুলিশ। 

শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ শরিফগঞ্জ ও মাইজগাঁও গ্রামের স্থানীয় নিউ ন্যাশন ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় পুলিশ এ ঝোপজঙ্গল পরিস্কার অভিযান চালায়। 

স্থানীয় যুবক ইব্রাহীম রাহেল বলেন, ডাকাতরা এসব ঝোপজঙ্গলে রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকে। তাই অপরাধ ও ডাকাতি প্রতিরোধে বনজঙ্গল কাঁটা হয়। এ ব্যতিক্রমী উদ্যোগে তিনি ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান। 

এ ঝোপজঙ্গল পরিস্কার অভিযানে অংশগ্রহণ করেন, ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ উপ পরিদর্শক সুহেল মাহমুদ, ফরিদ উদ্দিন এবং স্থানীয়  নিউ ন্যাশন ক্লাবের মামুন আহমেদ, কর্ণেল আহমেদ, শাহজাহান আহমেদ, রুবেল আহমদ, ইব্রাহিম রাহেল, ফয়সল মিয়া প্রমুখ। 

Bootstrap Image Preview