Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার দায়ে যুবক গ্রেফতার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট করার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইনিয়ন থেকে বাচ্চু মুন্সি নামের ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ভোলা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আজ সকালে বাচ্চু মুন্সির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

আটককৃত বাচ্চু মুন্সি ভোলা সদর উপজেলার বাপ্তা ইনিয়নের চর পোটকা গ্রামের ইলিয়াছের ছেলে। সে পেশায় একজন ট্রলি চালক।

পুলিশ সূত্রে জানা যায়, বাচ্চু মুন্সি তার ফেসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবি ও কুরুচিপূর্ণ লেখা অন্য একটি আইডি থেকে শেয়ার করেন। বিষয়টি ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিনের নজরে এলে তিনি বিষয়টি পুলিশে জানান। পরে পুলিশ সুপার মোকতার হোসেনের নির্দেশে ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ও ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞার নেতৃত্বে রাত ১২টার দিকে বাচ্চু মুন্সির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, বাচ্চু মুন্সি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বাদী হয়ে আটক বাচ্চু মুন্সির নামে ডিজিটাল আইনে একটি মামলা করেছেন। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview