Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবারও ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁসের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৪:৩১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে  সামাজিক বিজ্ঞান অনুষদভুক্তইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছেতবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে খতিয়ে দেখার কথা জানিয়েছেন

১০০টি হাতে লেখা উত্তরসহ একসেট প্রশ্নপত্র একজন সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক সোহেল রানাকে সরবরাহ করেন

আজ শুক্রবার সকাল  দশটায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরে ৮১টি কেন্দ্রে ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়পরীক্ষা চলাকালীন সাড়ে ১০টার একটু আগে ১৪ পৃষ্ঠা হাতে লেখা উত্তরসহ একটি প্রশ্নপত্র সাংবাদিকদের হাতে আসেসেটি সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানাকে দেখানপরীক্ষা শেষে হাতে লিখিত প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া যায়

এর  আগে একই প্রশ্নপত্র সকাল ৯টা ১৭ মিনিটে ফেসবুক মেসেঞ্জারে অনেকের কাছে এসেছিল

জানা গেছে, বাংলায় ১৯টি, ইংরেজিতে ১৭টি এবং সাধারণ জ্ঞান ৩৬টি (বাংলাদেশ ১৬, আন্তর্জাতিক ২০) মিলে মোট ৭২টি প্রশ্ন ফাঁস হয়েছে। 

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘প্রশ্ন ফাঁস নয়, এটা ডিজিটাল জালিয়াতি হতে পারেবিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে দেখবে।’

এর আগেও গত বছরইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিলবিশ্ববিদ্যালয় এটাকে ডিজিটাল জালিয়াতি বলে আখ্যায়িত করে একটি তদন্ত কমিটিও গঠন করে

 

সেই কমিটির প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকিন্তু এক বছরেও সেই তদন্ত শেষ করতে পারেনি কর্তৃপক্ষ

বছরইউনিটে ১৬ হাজার ১৫টি আসনের বিপরীতে (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১জনঅর্থাৎ প্রতি আসনে লড়ছেন ৫৯ জন শিক্ষার্থীপরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে

Bootstrap Image Preview