Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হয়ে আছে ৫০ হাজার শিক্ষকের বেতন !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সরকারি দফতরের জটিলতার কারণে ৫০ হাজার শিক্ষকের বেতন বন্ধ হয়ে আছে। মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এমএসকে) ও শিশু শিক্ষাকেন্দ্রগুলোর (এসএসকে) শিক্ষকদের এ দুর্দশার শিকার হতে হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গে ১৯০০ এমএসকে এবং ১৪ হাজার এসএসকে রয়েছে। ওই স্কুলগুলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে পরিচারিত হয়।

রাজ্যের সর্বশিক্ষা দফতর থেকে ওই শিক্ষকদের বেতনের টাকা প্রথমে শিক্ষা দফতরে, সেখান থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যায়।

কিন্তু গত দুই মাস ধরে শিক্ষা দফতর থেকে ওই টাকা পাঠানো হয়নি। ফলে ওই শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আসে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনো রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না। শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।’

Bootstrap Image Preview