Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পণ্য পরিবহনে পানামা খালের নতুন রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের জলপথ বাণিজ্যের মোট পণ্য প্রায় ৫ শতাংশ পানামা খাল দিয়ে পারাপার হয়। এসব পণ্যের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে আনা-নেয়া করা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ক অবনতির পর এ পথে জাহাজ চলাচল কমে যাওয়ার আশঙ্কা ছিল। তবে বাস্তবে পানামা খাল দিয়ে সদ্য সমাপ্ত ২০১৮ অর্থবছরে ৪৪ কোটি ২০ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে, যা বাস্তবে একটি রেকর্ড।

বিষয়টি নিশ্চিত করেছে পানামা খাল প্রশাসন। জানা গেছে, পানামা খাল দিয়ে এবার পণ্য পরিবহনের পরিমাণ গত বছরের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশী।

পানামা খাল প্রশাসন জানিয়েছে, ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১8-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে ৪৪ কোটি ২১ লাখ টন পণ্য পরিবহন হয়। পানামা খাল দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।

Bootstrap Image Preview