Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার১৩৬ যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০১:১৫ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান।

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঘটে এ দুঘর্টনাটি ঘটে। এ সময় বিমানে ক্রুসহ ১৩৬ যাত্রী ছিলেন। এ দুঘর্টনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে ১৩৬ যাত্রী নিয়ে রাত সোয়া ১টার দিকে উড়েছিল বিমানটি। আর ওড়ার সময় ঠিকমতো আকাশে ডানা মেলতে পারেনি এটি। বিমানবন্দরেরই একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় বিমানের দুটি চাকা।

এতে দেয়ালের ওপরের অংশসহ দেয়ালে লাগানো ইনস্ট্রুমেন্টেশন ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) অ্যান্টেনা ভেঙে পড়ে যায়।

দ্রুত এটিএস থেকে যোগাযোগ করা হয় পাইলটদের সঙ্গে। ততক্ষণে বিমান চেন্নাইয়ের আকাশে ভেসে গেছে। তাই বিমানটি জরুরি ভিত্তিতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করান পাইলটরা।

মুম্বাইয়ে অবতরণের পর দেখা যায় বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে গেছে ইতিমধ্যে।

মুম্বাই বিমানবন্দরের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ছাড়া দুই পাইলটকে আপাতত কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview