Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে 'অসামাজিকতা রোধে করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


ছাতকের সিংচাপইড় ইউনিয়নে 'অসামাজিকতা রোধে করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ তারুণ্যিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সিরাজগঞ্জ বাজারে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব রুহুল আমীন।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাবেক সভাপতি ছামির আহমদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদুখালী নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাছ উদ্দিন।

এছাড়াও কর্মশালায় আরো বক্তব্য রাখেন, আল-মদিনা একাডেমীর শিক্ষক শামছুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মৃদুল পুরকায়স্থ, অর্থসম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি আকতার হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম, সংগঠক সৈয়দ আলমগীর হোসেন, আবদুল শহিদ, জার্মান সরকার, ফরিদ আহমদ ও ব্যবসায়ি আল-আমীন আহমদ আকাশ প্রমুখ। এর আগে কেক কেটে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দরা।

Bootstrap Image Preview