Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১০:১৪ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১০:১৪ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় চলতি রুপা আমন মৌসুমে ধান ক্ষেতের পোকা মাকড়ের উপস্থিতি নিরুপন ও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য জমিতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।

গত বুধবার সন্ধায় উপজেলার ৩৪টি ব্লকে এক যোগে ওই আলোক ফাঁদ স্থাপন করা হয়।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসাদুল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় ওই অঞ্চলের মোট ১১৮৪টি ব্লকে এক যোগে ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা কৃষি আফিসার সঞ্জয় কুমার পাল হবিরবাড়ি ব্লকের পাখিরচালা এলাকায় আলোক ফাঁদ স্থাপন করেন।

এসময় হবিরবাড়ি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম সহ এলাকার কৃষকরাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি আফিসার সঞ্জয় কুমার পাল জানান, এ বছর উপজেলায় ১৯৭০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এবং আমরা বাম্পার ফলনের আশা করছি। সবকিছু ঠিক থাকলে এবার আমাদের লক্ষমাত্রা উৎপাদনও ছাড়িয়ে যাবে।


 

Bootstrap Image Preview