Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গঙ্গা-যমুনায় পরিবেশিত হলো কল্পরেখার 'ব্যঙের বিয়ে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:২৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview


গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উন্মুক্ত মঞ্চে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কল্পরেখা পরিবেশন করেছে 'ব্যঙের বিয়ে'। প্রযোজনায় কল্পরেখার শিশুশিল্পরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও জাতীয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে উত্তরীয় থিয়েটার, স্বরব্যঞ্জন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ভারতের ছন্দে ছন্দে সংগঠন তাদের নিজস্ব প্রযোজনা পরিবেশন করেন।

এদিকে আজ জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গনের 'ক্রীতদাসের হাসি', এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিবর্তন যশোরের 'মাতব্রিং' এবং স্টুডিও থিয়েটার হলে মৈত্রী থিয়েটারের 'কেনারাম বেচারাম' নাটক মঞ্চায়িত হয়।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮ গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

এবারের উৎসবে ৯৬টি সংগঠনের প্রায় ২৫০০ হাজার শিল্পী অংশ নিয়েছে।

Bootstrap Image Preview