Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক বান্ধবীর জন্য আইফোন কিনতে কিশোরের কাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফেসবুক পরিচয় এরপর বন্ধুত্ব। আর সেই বান্ধবীর চাহিদা নতুন আইফোন। আর তা কেনার টাকা জোগাড় করতে ১৪ বছরের এক কিশোরকে অপহরণ করে খুন করেছে ১৭ বছরের আরেক কিশোর।

ওই নাবালক খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম অভিষেক। সে তার পরিবারের সঙ্গে অভিযুক্ত কিশোরের বাড়িতেই ভাড়া থাকত।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে আলাপ হওয়া বান্ধবীর দাবি ছিল ব্র্যান্ড নিউ আইফোন। এত দামি উপহার কেনা সম্ভব ছিল না ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেইনপুরি এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরের। তার বাবা বেসরকারি বাসের কন্ডাক্টেরর কাজ করেন। কিন্তু নতুন আলাপ হওয়া বান্ধবীর মন পেতে মরিয়া হয়ে নিজের বাড়ির ভাড়াটের ১৪ বছরের ছেলে অভিষেককে অপহরণ করে সে। তার মা ও বাবাকে ফোন করে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করে। অভিষেকের বাবা গাড়ির চালক সরবেশের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না।

পুলিশে খবর দিলে মোবাইল ফোনের সূত্র ধরেই তারা জানতে পারে যে ওই বাড়ি থেকেই ক্ষতিপূরণ চেয়ে ফোন করা হয়। এরপরই ১৭ বছরের ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে সে সব অপরাধ স্বীকার করে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিষেক কান্নাকাটি শুরু করলে সে তাকে খুন করে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে মাটিতে পুঁতে দেয়।

Bootstrap Image Preview