Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সু চি সরকারের সমালোচনা, মিয়ানমারে ৩ সাংবাদিক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের নেত্রী অং সান সু চির খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ফিয়ো মিন থেইন পরিচালিত একটি  প্রকল্পের তহবিল সংক্রান্ত আর্টিকেল প্রকাশ করায় একটি পত্রিকার তিন তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

এই ব্যবস্থাপনা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দেশটির নেত্রী অং সান সু চির খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ফিয়ো মিন থেইন। তার সমালোচনা করায় এই তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

গ্রেপ্তারকৃতরা হলেন দেশটির ‘ইলেভেন মিডিয়া’র নির্বাহী সম্পাদক কিয়াও জাও লিন ও নায়ি মিন এবং প্রধান প্রতিবেদন ফিয়ো ওয়াই উইন।

 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকালে হাতকড়া পরিয়ে ইয়াঙ্গুন আদালতে তাদের হাজির করা হয়। জনমনে ভীতি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশের অভিযোগে মামলা দায়েরের পর তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রীয় আইনজীবী কিউ মিয়ান্টের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাস নেটওয়ার্কের পিছনে একটি আর্থিক ফান্ড কেলেঙ্কারিতে ইয়াঙ্গুনের চিফ মিনিস্টার ও অং সান সুচির বন্ধু পিও মিন থেইনকে জড়িয়ে গত সোমবার একটি একটি আর্টিকেল প্রকাশ করে ওই পত্রিকা। এই ঘটনায় ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পরবর্তী শুনানি ১৭ অক্টোবর। অপরাধ প্রমাণিত হলে তাদের ২ বছর পর্যন্ত জেল ও অর্থদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, মিয়ানমারের ইলেভেন মিডিয়া এর আগেও দেশটির কর্তৃপক্ষ দ্বারা টার্গেটের শিকার হয়েছেন। ২০১৬ সালের নভেম্বরে এই গণমাধ্যমের সম্পাদককে একটি আর্টিকেল প্রকাশের কারণে জেলে পাঠানো হয়েছিল। যেই আর্টিকেলে দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।

Bootstrap Image Preview