Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি চান না ইলিয়াস কাঞ্চন

মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধি 
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছেন তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি আর চান না। তাই সড়ক দুর্ঘটনা রোধে তৈরি করেছেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’। সেই সংগঠনের ব্যানারে প্রায়ই দুর্ঘটনা রোধে প্রচার-প্রচারণা চালান। মানুষদের সচেতন করেন। ইলিয়াস কাঞ্চন নিজেই তুলে নিয়েছেন সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনার এই দায়িত্ব।

সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় একটি কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে ছিল- নিরাপদ সড়ক নিশ্চিতে র‍্যালি, সভা-সমাবেশ এবং হেলমেট বিরতণ।

এসময় ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন- দুর্ঘটনার কবল থেকে স্ত্রীকে বাঁচাতে পারিনি। আর যেন এমন ঘটনা না ঘটে। সেই প্রত্যয়ে আন্দোলন করছি। কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য আমার এ আন্দোলন।

সকালে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ‘নিরাপদ সড়ক চাই’ সচেনতা সৃষ্টির আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সকলের উদ্দ্যেশে বলেন- মোবাইল ফোনে কথা বলতে বলতে চালকরা যেমন গাড়ি চালাবেন না। তেমনি কথা বলতে বলতে পথচারিরাও সড়ক পাড়াপাড় করবেন না। হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচল করা যাবে না। জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের এগুলো করতে হবে।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা’রসভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকএম.পি, নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর সিংড়া উপজেলা সভাপতি মিজানু ররহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এসময় ৫’শ জনকে হেলমেড উপহার দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Bootstrap Image Preview