Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হৃদক্রিয়া বন্ধ হয়ে ব্যবসায়ী'র মৃত্যু

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল চালানো অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওয়াজিউল্লাহ গাজী (৬৫) নামে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার জোয়াড়ি রামগাড়ি গ্রামের তার নিজস্ব লেবু বাগান থেকে বনপাড়া ফেরার পথে শ্রীখন্ডি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

নিহত আজিবুল্লাহ উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে। তিনি ধান ও চালের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় পৌর কাউন্সিলর বোরহানউদ্দিন ভূঁইয়া জানান, কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না এবং তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। যার কারণে স্থানীয় চিকিৎসক ও পরিবারের সদস্যরা ধারণা করছেন, মোটরসাইকেল চালানো অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হলে তিনি খাদে পড়ে যান এবং তার মৃত্যু হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

Bootstrap Image Preview