Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার সময় বৃদ্ধি

আরাফ আহমদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞনি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র উদ্যোগে আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার চলচ্চিত্র জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী শাবি’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত চলচ্চিত্র জমা দিতে পারবে।

আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি এম. আসিফ জামিল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাবি ক্যাম্পাসের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়োজন করা হয়েছে 'Grab The Clapboard' শীর্ষক একটি অন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার। প্রতিযোগিতাটিতে শাবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা বিগত দুই বছরের মধ্যে শাবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করা যে কেউ অংশগ্রহণ করতে পারবে।

চলচ্চিত্র জমাদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত মেনে  হবে। শর্তগুলো হলে- জমাদানকৃত চলচ্চিত্রটি ফেইসবুক, ইউটিউব ইত্যাদি উন্মুক্ত মাধ্যমে রাখা যাবে না। চলচ্চিত্রের ব্যাপ্তিকাল হতে হবে অনধিক ১০ মিনিট। যেকোনো বিষয়ে, যেকোনো মাধ্যমে (ক্যামেরা, মোবাইল ফোন) ধারণকৃত চলচ্চিত্র জমা দেয়া যাবে। একজন ব্যক্তি/গোষ্ঠী একাধিক চলচ্চিত্র জমা দিতে পারবেন।

এছাড়া, অন্যান্য নিয়মাবলী প্রতিযোগিতাটির ফেইসবুক ইভেন্টে পাওয়া যাবে। প্রতিযোগিতাটির চলচ্চিত্র জমাদানের সময়সীমা ছিলো ৫ই অক্টোবর, যা পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতাদের সুবিধার্থে ৩১শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ক্যাম্পাসের শিল্পানুরাগী চলচ্চিত্রপ্রেমীরা উক্ত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

Bootstrap Image Preview