Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন 

বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে সরকারি চাকরিতে ১ম ও ২য় শ্রেণিতে ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের ৫% আদিবাসী কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর)  সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল শাখার সভাপতি পংকজ কন্দ, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াাইক,খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শ্যামল দেববর্মা, খাসি স্টুডেন্ট ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার সম্পাদক হেলনআমসে, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সচিব তমাল আজিম, শিক্ষার্থী পিন্টু নানোয়ার প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। বর্তমান সরকারকে ভূল বুঝিয়ে কোটা বাতিল করা হয়েছে। এতে করে জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়বে।

বক্তারা আদিবাসীদের কোটা সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। 

Bootstrap Image Preview