Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাভায় ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ার জাভায় ৬ মাত্রার ভূমিকম্পে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। আতঙ্কে দ্বীপ দুটির অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

বৃহস্পতিবারের এ ভূমিকম্প জাভার পাশাপাশি বালি দ্বীপেরও বেশ কয়েকটি ভবনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

জাভার সুমবেরানায়ারের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পে বালির রাজধানী দেনপাসারেরও অনেক ভবনই দুলে ওঠে।

পর্যটকধন্য দ্বীপটিতে এমন এক সময়ে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল, যখন সেখানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলছিল। সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা এখন বালিতেই অবস্থান করছেন।

ছয় মাত্রার এ ভূমিকম্পে জাভার পূর্বাঞ্চলে একটি ভবন ধসে তিনজনের মত্যু হয় বলে জানান ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগ্রহ।

ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ায় চলতি বছরও একের পর এক প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হেনে চলেছে। গত মাসে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পের পর সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

Bootstrap Image Preview