Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের সময় অতিথি পাখির মতো নেতা দেখা যায়ঃ পলক

সিংড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘নির্বাচন আসলে মিথ্যা অপপ্রচার চালানো হয়। ভোটের সময় অনেক অতিথি পাখির মতো নেতাদের দেখা যায়। যারা বিগত দিনে প্রতারণা করে ভোট নিয়েছে, জনগণের সাথে প্রতারণা করেছে।’

বুধবার (১০ অক্টোবর) সকালে নাটোরের সিংড়ার চৌগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

পরে তিনি এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সমাবেশে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামীলীগ সরকার প্রতারণা ও ভাওতাবাজির রাজনীতি করে না। আওয়ামীলীগ উন্নয়ন ও সুশাসনের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ জানে বিগত দিনে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, লুটপাট হয়েছে। এখন মানুষ শান্তিতে ঘুমায়।’

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখলে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার বিকল্প নাই। এজন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মিজানুর রহমান, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাব হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় একটি রাস্তার কাজেরও উদ্বোধন করেন তিনি।  

Bootstrap Image Preview