Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকে ট্রাম্পের আগ্রহ বেশি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১১:০২ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


গত জুনে ট্রাম্প ও উনের মধ্যে ঐতিহাসিক প্রথম বৈঠকটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর দ্বিতীয় বৈঠকের দূরত্ব খুব বেশি দূরে নয়। ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকে ট্রাম্পের আগ্রহ বেশি। তবে এবারের বৈঠকটি সম্ভবত সিঙ্গাপুরে হবে না। তাঁদের আলোচনায় এ মুহূর্তে তিন-চারটি স্থানের নাম আছে। এর মধ্য থেকেই চূড়ান্ত করা হবে।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, উনের সঙ্গে পরবর্তী বৈঠকের তারিখ এগিয়ে আনা হয়েছে। বৈঠকের জন্য তিন-চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এবারের বৈঠক সম্ভবত সিঙ্গাপুরে হবে না।

ট্রাম্প ও উন বর্তমানে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির পাশাপাশি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে শত্রুতার অবসান নিয়ে আলোচনা করছেন। বৈঠকের সম্ভাব্য সময় সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘আমাদের পরবর্তী বৈঠক খুব বেশি দূরে নয়। ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে।’ ট্রাম্প আরো বলেন, ‘আমাদের পরবর্তী বৈঠকের স্থান চূড়ান্ত হয়নি।

হোয়াইট হাউসে এ বিষয়ে পম্পেও বলেন, ‘আমি গত রাতে উত্তর কোরিয়া থেকে ফিরেছি। সেখানে আমাদের আলোচনা সত্যিকারভাবে ফলপ্রসূ হয়েছে। যদিও এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে। তবে এখন আমরা একটা পথ দেখতে পাচ্ছি, যেখানে আমরা চূড়ান্তভাবে কিছু একটা অর্জন করতে পারব। আর সেটাই হবে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত ও শেষ ধাপ। আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারব, উনের সঙ্গে কখন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করবেন।’

Bootstrap Image Preview