Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২৬ কিলোমিটার বেগে ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘তিতলি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:২৩ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM

bdmorning Image Preview


বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতে আঘাত হেনেছে। পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ে ‘তিতলি’। ১২৬ কিলোমিটার বেগে আছড়ে পড়ে এটি। সেইসঙ্গে জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভারতীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অন্ধ্র-উড়িষ্যা উপকূলে আঘাত হানার খবরটি দেয় ভারতীয় কলকাতাভিত্তিক কিছু গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে  যাওয়া  হয়েছে। পাশাপাশি ওড়িশার চার জেলায়  স্কুল কলেজ থেকে শুরু করে  অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। তবে অন্ধ্রে প্রলয়কাণ্ড চালিয়ে উত্তরের দিকে এসে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ার সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত ছিল বলে জানায় আবহাওয়া অধিদফতর।

এর প্রচণ্ড আঘাতে প্রায় তিন থেকে চার ঘণ্টা ভূমিধস হয়েছে। বেশ কিছু স্থানে গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। স্থানীয় কুচা এলাকায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোপালপুর এবং বার্হামপুরসহ বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যহত হচ্ছে।

Bootstrap Image Preview