Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সতর্কীকরণ প্রস্তুতি সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা প্রশাসকের উদ্যেগে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটি'র ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কীকরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ঘূর্ণিঝড় সতর্কীকরণ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেনবঙ্গোপসাগরে সৃষ্টি নিন্মচাপের ফলে 'তিতলীনামক ঘূর্ণিঝড়টি ঝালকাঠি জেলার উপর দিয়ে বয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতর থেকে নির্দেশনা এসেছে। সে লক্ষে জেলা বাসীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়াও জেলার সকল সরকারিবেসরকারি সংস্থা, স্কুল-কলেজদুযোর্গকালীন উদ্ধার, পরবর্তী পুনর্বাসন এর সংস্থাকে সজাগ থাকতে বলেছেন। মসজিদে মসজিদে মাইকিংয়ের মাধ্যমে জেলার সকল জনগণকে সর্তক থাকার নির্দেশ দিতে বলা হয়েছে।

সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরসিভিল সার্জন শ্যামল কষ্ণ হালদার, জেলা পুলিশ'র এএসপি হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামরেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি জেলা ইউনিটের সম্পাদক আনোয়ার হোসেন পান্নাসহ জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, সরকারি শিশু পরিবারের উপপরিচালক, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা যুবপ্রধান ও কর্মী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview