Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে ১ বছরের কারাদণ্ড

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে বিষখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ অক্টোবর) ভোর রাতে রাজাপুরের বিষখালি নদীতে মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন ও রাজাপুর থানা পুলিশ অভিযান চালায়।

এসময় তিন জেলেকে আটক ও এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। 

রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফরোজা বেগম পারুল তাদের তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া এলাকার মৃত আঃ মন্নান এর ছেলে মো. কালাম আকন (৫৫), মৃত বছির উদ্দিনের ছেলে মো. রুস্তুম হাং (৫০) ও পালট গ্রামের মাহমুদ হাংকে'র ছেলে মোঃ মেহেদী হাসান (১৮)।

ইউএন ও আফরোজা বেগম পারুল বলেন, বিষখালী নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান। নদী মোটামুটি খালি। এরমাঝেই এই তিনজন জাল ফেলার প্রস্তুতিকালে আমাদের হাতে আটক হয় এবং মৎস সংরক্ষণ আইনে দণ্ড প্রদান করা হয়েছে।

Bootstrap Image Preview