Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীততে শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উদযাপন

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview


‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) রাজশাহীর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় গুড কজ ক্যাম্পেইন প্রকল্পের কর্ম এলাকা রাজশাহীতে  শিশু অধিকার সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের তিনটি সোস্যালাইজেশন সেন্টারের আওতাভুক্ত এলাকার শিশুদের সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে তাদের অনিরাপদ স্থানান্তর প্রতিরোধ এবং তাদের অধিকার সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে আমি খেলি, আমি শিখি এবং আমি নিরাপদ এই স্লোগানকে সামনে রেখে গুড কজ ক্যাম্পেইন (জিসিসি) প্রকল্পের উপকারভোগী শিশুদের নিয়ে শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উদযাপন করা হয়।

আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে সারাদিন ব্যাপি কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুল ইসলাম ইউনিয়ন পরিষদ সদস্য ৩নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ, উক্ত ইউনিয়নের বিভিন্ন  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকগণ, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির এবং চাইল্ড ক্লাবের সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য দড়ি খেলা, মোড়গ লড়াই, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজ , ছবি আঁকা এবং নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিযোগিতায়  মেয়ে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের অংশ গ্রহনের সম-সুযোগ নিশ্চিত করা হয়। আলোচনা সভায় আলোচকগণ শিশুদের অধিকার রক্ষার্থে সেভ দ্য চিলড্রেন ও এসিডি’র উদ্যোগকে স্বাগত জানায় এবং শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টির জন্য অভিভাকদের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রতিটি স্কুলের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে শিক্ষকদের মনোযোগী হওয়ার অনুরোধ জানান।

এছাড়াও অনুষ্ঠানে এসিডির পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, প্রজেক্ট অফিসার এস এম আহসান উল্লাহ সরকার ও মোঃ কাইছার হামিদ।

Bootstrap Image Preview