Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১০:০০ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি টিনসেডের বসতঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের মিরগাঁও গ্রামের আবদুল মানিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে, ওসমানী নগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৬টি ঘর। পূর্ব শত্রুতার জের ধরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় উপজেলার মিরগাঁও গ্রামের আবদুল মানিকের বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মৌরশ আলী, মিন্টু মিয়া, আনোয়ার মিয়া, আহমদ আলী ও আবদুল কাদিরের বসত ঘরে।

খবর পেয়ে, ওসমানী নগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, সেলাই মেশিন ও আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু। পরিকল্পিতভাবে বসতঘরে কেউ এই আগুন দিতে পারে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ গৃহকর্তা আনোয়ার মিয়া।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করা হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে।

Bootstrap Image Preview