Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে র‌্যালি

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় শিশু কন্যা দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও ১ মিনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ১ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর ব্যানার নিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।  

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক প্রমুখ। 

কর্মসূচির ১ মিনিটের মানববন্ধন কেন এ প্রশ্নের জবাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, বালিয়াডাঙ্গী চৌরাস্তায় গিয়ে মাইকের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বক্তারা মাইক ছাড়া বক্তব্য দিলে লোকজন শুনতে পাবে না। এ জন্যই মানববন্ধনটি দ্রুত শেষ করে দেয়া হয়েছে। 

 

Bootstrap Image Preview