Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপিকে ১৫০ আসন দিয়ে বি. চৌধুরীর ৩০০ আসন বণ্টন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপিকে ১৫০ দিয়ে ৩০০ আসন বণ্টনের রূপরেখা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সম্প্রতি বি. চৌধুরীর আসন বণ্টনের লিখিত প্রস্তাব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে বিরোধী জোটের জন্য মধ্যে বিএনপিকে ১৫০ এবং যুক্তফ্রন্ট ও অন্যান্য দলকে ১২০ আসন দেওয়ার প্রস্তাব করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান। এ ছাড়া সুশীল সমাজকে ১০ আসন এবং জামায়াত ছাড়া বিএনপি জোটের অন্যান্য শরিকদের ২০ আসন দিতে চান সাবেক এই রাষ্ট্রপতি।

এ বিষয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা সুলতান মনসুর বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুরক্ষা। সে ক্ষেত্রে আমাদের কোনো শর্ত নেই।’

Bootstrap Image Preview