Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি, সন্ধ্যা থেকে ফিজিওথেরাপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview
ছবি: আবু সুফিয়ান জুয়েল


বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি। মঙ্গলবার বিকাল অথবা সন্ধ্যায় খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হতে পারে। বুধবার পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএসএমএমইউয়ের পরিচালক। এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী ও বোর্ড সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

তিনি বলেন, 'আজকে সকালে আমরা গিয়েছিলাম উনার (খালেদা জিয়া) ওখানে। আমার সঙ্গে ছিলেন প্রফেসর এমএ জলিল চৌধুরী ও প্রফেসর আতিকুল হক। আমরা রুটিন রাউন্ডে ৯টা ২০ মিনিটের দিকে ওখানে গিয়েছিলাম এবং উনার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, কোনো অবনতি হয়নি। আগামীকাল ৪টার পরে মেডিকেল বোর্ড আবার উনার পরীক্ষা নীরিক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবে।‘

বিএসএমএমইউ পরিচালক জানান, বিএসএমএমইউতেই খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব। আর উনার যে রোগ (আর্থ্রাইটিস), সেই রোগের চিকিৎসার জন্য এখানে আলাদা একটা ডিপার্টমেন্টই আছে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনো তাকে দেখার সুযোগ পায়নি। তবে বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। বুধবার বিকাল ৪টায় পূর্ণাঙ্গ বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করতে পারে।

বিএসএমএমইউ পরিচালক বলেন, ইতিমধ্যে তার (খালেদা জিয়া) শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছি আমরা। মঙ্গলবার বিকাল বা সন্ধ্যায় তার ফিজিওথেরাপি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

Bootstrap Image Preview