Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে উপজেলার সাতানী ইউনিয়নের পুরানবাতাকান্দি খেয়া ঘাটের আল-মদিনা স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় দু'টি ফ্রিজ ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভূক্তভোগিরা।

জানা যায়, উপজেলার গাজী খান মডেল বহুমূখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব মাস্টার নিজ খরচে প্রবাস ফেরত ছেলে আল মামুনকে নিয়ে প্রতিষ্ঠিত করেন আল-মদিনা স্টোর। নিজ বাড়ির পাশে খেয়া ঘাটে দোকানটিতে নিত্য প্রয়োজনীয় ও স্টেশনারী মালামালে ভরপুর ছিল দোকনটি। ঘটনার দিন রাত প্রায় ১টার দিকে বিদ্যুতের সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে মুহুর্তেই ঘরটি পুড়ে যায়।

এ সময় দোকানে থাকা ২টি ফ্রিজ, ১টি বৈদ্যুতিক ফ্যান ও নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়। পরে খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এবং এলাকাবাসী দোকানের মালামাল উদ্ধার করতে গিয়ে মো. সাদ্দাম হোসেন ও মো. মনির হোসেন নামে ২ জন আহত হয়।

ক্ষতিগ্রস্থ্য আব্দুর রব মাস্টারের ছেলে আল মামুন বলেন, আমি অসুস্থ্য থাকায় ১১টার দিকে দোকান বন্ধ করে বড়িতে চলে যাই। মানুষের ফোন পেয়ে এসে দেখি পুরো দোকানটি পুড়ে শেষ হয়ে গেছে। আমার নগদ টাকাসহ প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. আজিজুর রহমান সরকার বলেন, যেহেতু আমাদের বিদ্যুতিক মিটার নষ্ট হয় নাই; সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার কথা না। তবে নিম্নমানের তারে ওয়্যারিং করার ফলে অথবা অন্য কোন কারণেও হতে পারে।

সাতানী ইউনিয়ন চেয়ারম্যান মো. সামসুল হক সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি এবং দুর্ঘটাস্থল দেখেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমি ইউএনও স্যারকে বিষয়টি সহযোগিতার চেষ্ঠা করবো।

Bootstrap Image Preview