Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ওরিয়েন্টেশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে 'নকশীকাঁথা'র আয়োজনে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ অক্টোবর) ভিএসও বাংলাদেশের সহযোগিতায় বিগলটারী ফান্ডের অর্থায়নে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আঃ রউফের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ইতিহাস, ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্ব কর্তব্য, ইউপির সেবাসমূহ, বাজেট স্বচ্ছতা, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন- 'নকশীকাঁথা'র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদুল কবীর, সীতা রানী বৈদ্য, বিথী পারভীন, সুধাংশু রায় প্রমুখ।

Bootstrap Image Preview