Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা ইলিশ রক্ষায় গোদাগাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুল বাতেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


৭ আক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ সংরক্ষণ বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন গোদাগাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল করিম।

মতবিনিময় সভায় নিষিদ্ধ সময়ে নদীতে পুলিশ, বিজিবির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা, নিজেরদের উদ্যোগে নদীতে নৌকা নিয়ে অবস্থান করে ঘরে দেখা, কেউ মাছ ধরলে আইনের আওতায় এনে জেল জরিমানা করো। কোথাও কেউ অবৈধ ভাবে মাছ ধরে বিক্রয় করলে তা ধরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা, সকাল বিকাল মাছের আড়ৎ গুলোতে নজরাদি বাড়ানো সহ বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, জুনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাইমুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একে তোতা, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, সাংবাদিক সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। 

Bootstrap Image Preview