Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ নিধনের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার৷ এ সময় মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজার জাতকরণের উপর এ বছর কঠোর দৃষ্টি রাখছে চৌহালী উপজেলা প্রশাসন৷

এরই অংশ হিসেবে গতকাল সোমবার নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করে পশ্চিম জোতপাড়া গ্রামের ইব্রাহীম হোসেন (২০) ও দত্তকান্দি গ্রামের শামীম সিকদারকে (২২) গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়৷ 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) হাসিবুল্লাহ হাসিব, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ৷ শেষে ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ৷

Bootstrap Image Preview