Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় সেতু ভেঙে ট্রাক্টর নদীতে, চালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৪২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৪২ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে সেতু ভেঙে ইট বোঝাই ট্রাক্টর নদীতে পড়ে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।

সোমবার (৮ অক্টোবর) সকালে জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি-বাতাকান্দি সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া মুন্সীগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মোগাড়চর গ্রামের আজমাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে কদমতলী এলাকার ইট বোঝাই একটি ট্রাক্টর সেতু দিয়ে পারাপারের সময় হঠাৎ সেতুটি মাঝ দিয়ে ভেঙে পরে। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক্টর চালক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে।

প্রসঙ্গত, গেল দুই বছর আগে বালুর ট্রলারের ধাক্কায় এই সেতুর মাঝখানের পিলার ভেঙে গেলে ভারী যানবাহন চলাচলে নিষেধ করে সাইনবোর্ড টানায় এবং সেতুর মুখে ছোট পিলার গেথে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু বালু ও ইট ব্যবসায়ীরা রাতের আধারে সাইনবোর্ড ও পিলার তুলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল অব্যাহত রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।

Bootstrap Image Preview