Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাগ খুলতেই বেরিয়ে এলো ১২ লাখ টাকার সোনা!

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গতিবিধি দেখেই সাইফুলের ওপর সন্দেহ হয় শুল্ক গোয়েন্দাদের। পরে চলে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ শেষে সাইফুলের সাথে থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ১২ লাখ টাকা সমমূল্যের দুটি সোনার বার। ঘটনাটি যশোরের বেনাপোলের। সাইফুল ইসলাম রাজীব (২৭) নামে ঐ ব্যক্তি জব্দকৃত সোনাগুলো ভারতে পাচার করতে যাচ্ছিলেন বলে জানায় শুল্ক গোয়েন্দা।

আজ সোমবার (৮ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা হতে সাইফুল ইসলামকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। আটক সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইকুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুল্ক গোয়েন্দা জানায়, আজ সকালে সাইফুল ইসলাম তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি দেখে সন্দেহ হয়। ভারত প্রবেশের আগ মুহূর্তে গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারদর প্রায় ১২ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক নিপুণ চাকমা বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’

Bootstrap Image Preview