Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে আনন্দে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা 

সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৪ PM

bdmorning Image Preview


নরসিংদীতে আসন্ন সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে এরই মধ্যে বৃদ্ধ ও শিশুরা আনন্দে মেতে উঠেছে। অন্যদিকে পূজা উপলক্ষ্যে ছোট বড় সবার মধ্যে চলছে নানা ধরণের আয়োজন। এছাড়া প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। উৎসবের রঙে সাজানো হচ্ছে মন্ডপগুলো। মহাষষ্ঠী থেকেই পূজা মন্ডপগুলো ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হবে।

এদিকে নরসিংদীতে আজ সোমবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় জেলা পূজা উদযাপন কমিটি, বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটি, পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজ সেবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, নরসিংদী সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবছর নরসিংদী জেলায় মোট প্রায় ২৯৯টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৮৪টি, রায়পুরা উপজেলায় ৫৩টি, পলাশ উপজেলায় ৪০টি, শিবপুর উপজেলায় ৬৩, মনোহরদী উপজেলায় ৩৮টি এবং বেলাব উপজেলায় ২১টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে।

আগামী ১০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে দূর্গাপূজা শুরু হবে। ১১ অক্টোবর মহাসপ্তমী, ১২ অক্টোবর মহাষ্টমী, ১৩ অক্টোবর মহানবমী এবং ১৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে ৫দিন ব্যাপী দূর্গাপূজা সমাপ্তি ঘটিবে।

অন্যদিকে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা রক্ষার্থে প্রয়োজনে সাদা পোশাকে পুলিশ নিয়োগ, মোবাইল কোর্ট মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশ নিয়োগ, পূজা মন্ডপ সমূহে ধর্মীয় গান ব্যতীত কোন হিন্দী বা উত্তেজনা সৃষ্টিকারী গান বাজানো নিষিদ্ধ, পূজার সময় পটকা বা বাজি  না ফোটানো , পূজা মন্ডপ সমূহে জরুরী বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর, চার্জার ও হ্যাজাক লাইটের ব্যবস্থা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক পানি সরবরাহসহ সকল ব্যবস্থা, মেডিক্যাল টিম গঠন ও হাসপাতালে জরুরী বিভাগ চালু রাখা, প্রতিটি পূজামন্ডপ এলাকায় র‌্যাবের টহল জোরদারসহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন এবং পৌরসভার উদ্যোগে সেবাসংঘের মোড়ে নরসিংদী ক্লাবে পূজা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

Bootstrap Image Preview