Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাই কমিশনার শ্রীংলার শ্রদ্ধা  

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের হাই কমিশনার  শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা।

গতকাল রবিবার সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় হাই কমিশনার বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। এরপর তিনি সমাধি সৌধের ভিতরে গিয়ে বঙ্গবন্ধু এবং তার পিতা ও মাতার কবর পরিদর্শন করেন।

ভারতীয় দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর শ্রী রাজেশ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার তরফদার নকীব হাসান, শেরে-বাংলার নাতি মুক্তিযুদ্ধ প্রজম্মলীগের আহবায়ক ফায়াজুল হক রাজু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শেখ মামুন, জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা জাবেদ ঠাকুর এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview